নিজস্ব সংবাদদাতা : হায়দ্রাবাদের সবচেয়ে উচ্চ গণেশ মূর্তির পুজো করা যাবে অনলাইনে। খয়রাতাবাদ গণেশ মন্ডল নয় দিনের গণেশ চতুর্থীর সময় ডিজিটাল দর্শনের ব্যবস্থা করেছে। পুজোর প্রসাদ পৌঁছে যাবে ভক্তদের দুয়ারে।খয়রাতাবাদ গণেশ উৎসব কমিটি ডিজিটাল দর্শন প্রদানের জন্য শহরের একটি প্রযুক্তি স্টার্ট-আপ দেব সেবার সাথে হাত মিলিয়েছে। আয়োজকদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মটি সারা দেশে বিশিষ্ট পুরাহিতদের দ্বারা সম্পাদিত পুজোর আয়োজন করে। যেসকল ভক্তরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন না তাদের জন্যই অনলাইন ব্যবস্থা।এখন, বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ভক্তরা এই গণেশ চতুর্থীতে অংশ নিতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রসঙ্গত, খয়রাতাবাদ গণেশ হল সবচেয়ে লম্বা এবং শহরের অন্যতম জনপ্রিয় গণেশ মূর্তি। লাড্ডুর আকার প্রতি বছর ৫০ কেজি থেকে ৫০০ কেজি পর্যন্ত হয়। উৎসবের শেষ দিনে পাশের হোসেন সাগর লেকে প্রতিমা বিসর্জন করা হয়। এ বছর ভক্ত সংখ্যা আগের তুলনায় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে খয়রাতাবাদ পাঞ্জামুখী মহা লক্ষ্মী গণেশ যা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের সবচেয়ে দামি মূর্তি।এ বছর অর্গানিক কাদামাটি ও রং দিয়ে তৈরি করা হয়েছে ৫০ ফুট উচ্চ গণেশের মূর্তি।