সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: বন দপ্তরের তৎপরতায় লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ গ্রেপ্তার হল এক যুবক।এই ঘটনায় একটি পণ্যবাহী গাড়িও আটক করা হয়েছে। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে ছিলেন জলপাইগুড়ি জেলার চালসা রেঞ্জের বনকর্মীরা। সেই সময় সেগুন কাঠ বোঝাই গাড়িটি নাগরাকাটা থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। চালসার গোলাইয়ে গাড়িটিকে আটক করেন বনকর্মীরা।হাতে নাতে ধরে ফেলেন গাড়ির চালককে। তবে আরেকজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। রাতেই কাঠ সহ গাড়িটি চালসা রেঞ্জে নিয়ে আসা হয়। পাশাপাশি, ওই যুবককে মেটেলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গাড়িতে ৩৩টি সেগুন কাঠের লগ ছিল বলে জানা গিয়েছে। চালসার রেঞ্জার পল্লব মুখোপাধ্যায় জানান, উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।