নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো ফর্মে রয়েছে লীডস ইউনাইটেড। আপাতত প্রিমিয়ার লিগ ক্রম তালিকার তিন নম্বর স্থানে তারা রয়েছে। খেলেছে তিনটি ম্যাচ। দুটিতে জয়, একটিতে ড্র। চেলসিকে পরাজিত করেছে লীডস। আজ ব্রাইটনের বিরুদ্ধে লীডসের ম্যাচে রয়েছে। তার আগে মরসুমের তৃতীয় কিট প্রকাশ করেছে ক্লাব।