নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ি থেকে তিনটি বাস বেরোয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও সেই বাসে রয়েছেন বলে খবর। ঝাড়খণ্ডে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েই গেছে। সর্বশেষ এই ঘটনায়, শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে মহাজোটের বিধায়কদের বৈঠক শেষ হয়েছে। এখান থেকে দুপুর ২টোয় তিনটি বিলাসবহুল ভলভো বাসে করে ইউপিএ বিধায়কদের ঝাড়খণ্ড থেকে বের করে আনা হচ্ছে। এই বিধায়কদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। কংগ্রেস এবং জেএমএম বিধায়করা বাসে রয়েছেন। তিনটি বাসকে পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে। পিছন থেকে ছুটছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কনভয়ও। বলা হচ্ছে, কংগ্রেস তাদের বিধায়কদের এখান থেকে ছত্তিশগড়ে সরিয়ে নিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।