নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, "কিয়েভ আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করলেও ইউক্রেনে এখন সামরিক অভিযান বন্ধ করবে না মস্কো।" রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান বলেন, "নর্থ আটলান্টিক জোটে দেশটির অংশ নেওয়ার সিদ্ধান্ত অবশ্যই ত্যাগ করা উচিত, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য তা এখন আর যথেষ্ট নয়।" দিমিত্রি মেদভেদেভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে তা হবে শর্ত সাপেক্ষে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ না দিতে বার বার কিয়েভকে সতর্ক করে আসছে মস্কো। গত ফেব্রুয়ারিতে অভিযান শুরুর আগে ক্রেমলিন জানিয়েছিল, ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার অর্থ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। যদিও পশ্চিমা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তে জেলেনস্কির সরকার এখনও অটল। যুদ্ধ বন্ধে আলোচনার প্রসঙ্গে প্রাক্তন রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আসলে সংলাপের বিষয়টি সার্বিক পরিস্থিতিতির ওপর নির্ভর করবে। আমাদের পক্ষ থেকে আলোচনা চালিয়ে নিতে সমস্যা নেই। অভিযান শুরুর আগেও আমরা জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত ছিলাম।’