নিজস্ব সংবাদদাতাঃ বেআইনি ভাবে ভারতে ঢুকে পুলিশের হাতে আটক হলেন ১৫ রোহিঙ্গা। জানা গিয়েছে, অসমের করিমগঞ্জ জেলায় আটক করা হয় এই ১৫ রোহিঙ্গাকে। উত্তরপ্রদেশের আলিগড় থেকে এরা অজ্ঞাত কারণে ত্রিপুরা যাচ্ছিল। রেল স্টেশনে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায় এই ১৫ রোহিঙ্গাকে। সেই সময় রেল পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে ৬ জন আবার নাবালক-নাবালিকা রয়েছে। সেইসঙ্গে ৩ জন মহিলা রয়েছেন।