রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহারের অভিযোগে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদে আপ

author-image
Harmeet
New Update
রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহারের অভিযোগে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদে আপ

নিজস্ব সংবাদদাতাঃ মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, সিবিআইয়ের লুক আউট জারি ও তাঁর বাড়ির তল্লাশি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। যে কোনও দিন গ্রেফতার হতে পারেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী মণীশ সিসোদিয়া। মণীশের দুর্নীতি নিয়ে কেজরিওয়ালের বাড়ির সামনে বড় বিক্ষোভ করেছে বিজেপি। এবার বিজেপি-র ওপর পাল্টা চাপ দিতে দিল্লিতে বড় অবস্থান বিক্ষোভ করল কেজরিওয়ালের আম আদমি পার্টি।

                            

আপ-এর কাছে ভোটে হারের প্রতিশোধ নিতে, জাতীয়স্তরের নেতা হয়ে ওঠা কেজরিওয়ালের স্বচ্ছ ভাবমূর্তি কালিমালিপ্ত করতে সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করার চেষ্টা হচ্ছে বলে, বিজেপি-র অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন আপ কর্মী-সমর্থকরা। আপ-এর বিক্ষোভে, নরেন্দ্র মোদী, অমিত শাহ-র বিরুদ্ধে স্লোগান উঠল।