জিম ট্রেনারের বাড়িতে এনসিবির অভিযানে উদ্ধার মাদক

author-image
Harmeet
New Update
জিম ট্রেনারের বাড়িতে এনসিবির অভিযানে উদ্ধার মাদক

নিজস্ব সংবাদদাতা : ঘাটকোপার এলাকায় পেশায় একজন পাওয়ারলিফটার এবং জিম প্রশিক্ষক সুভম ভগতের বাড়িতে অভিযান মুম্বই এনসিবির। অভিযানে উদ্ধার হয়েছে গাঁজা, চরস, এলএসজি সহ বিভিন্ন মাদক। 

অভিযুক্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার পরে, তাকে আদালতে পেশ করা হয়। ২ দিনের জন্য এনসিবি হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্ত সুভম ভগতকে।