সামনেই গণেশ চতুর্থী, ১৩টি 'বিপজ্জনক' সেতু ব্যবহারের বিষয়ে সতর্কীকরণ বিএমসির

author-image
Harmeet
New Update
সামনেই গণেশ চতুর্থী, ১৩টি 'বিপজ্জনক' সেতু ব্যবহারের বিষয়ে সতর্কীকরণ বিএমসির

নিজস্ব সংবাদদাতা : ৩১ আস্ট গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের ধুমধাম করে পালিত হয় এই উৎসবটি। তার আগে বৃহণ মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) ১৩টি সেতুকে 'বিপজ্জনক' বলে চিহ্নিত করলো।সেতুগুলি পুরানো এবং জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে মিছিল ও বিসর্জনের জন্য ব্রিজগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। ১৩টি সেতুই রোড ওভার ব্রিজ। বেশিরভাগই রেললাইনের ওপরে। বিএমসি বিকল্প রুটের তালিকা প্রস্তুত করছে এবং শীঘ্রই ঘোষণা করবে।

১৩টি সেতুর মধ্যে রয়েছে আন্ধেরির গোখলে ব্রিজ,CSMT-এ হিমালয় ব্রিজ,আর্থার রোড,বাইকুল্লা স্টেশন,চিঞ্চপোকলি ব্রিজ,ঘাটকোপার রোড ওভারব্রিজ,কারি রোড ওভারব্রিজ,সানে গুরুজী মার্গ,মেরিন লাইন রোড ওভার ব্রিজ,বেলাসিস রোড ওভার ব্রিজ,কেনেডি রোড ওভার ব্রিজ,গ্রান্ট রোডে ফরাসি রেলওয়ে সেতু,স্যান্ডহার্স্ট রোড রেলওয়ে সেতু।