নিজস্ব সংবাদদাতাঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগোর রিসোর্টে চালানো তল্লাশির হলফনামার সংশোধিত সংস্করণ শুক্রবার প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। অনেকটা চাপের মুখেই ব্যাপক আলোচিত এই ঘটনার হলফনামা প্রকাশ করা হল। গত ৮ আগস্ট মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ট্রাম্পের রিসোর্টে তল্লাশি চালায়। সূত্রে খবর, ফেডারেল আদালতের এক বিচারকের নির্দেশে প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালানোর আগে বিচার বিভাগ ওয়ারেন্ট দেয়। সাধারণত এই নথি জনসম্মুখে প্রকাশ করা হয় না।
তদন্তের স্বার্থে হলফনামা সিলগালা করে রাখার আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটরা। হলফনামার বিষয়বস্তু জনস্বার্থ সংশ্লিষ্ট বলে যুক্তি দেখিয়েছিল তারা। বৃহস্পতিবার বিচারক ব্রুস রেইনহার্ট নথি প্রকাশের আদেশ দেন। কিছু গোপনীয়তা বজায় রাখার জন্য হলফনামাটির বেশ কিছু অংশ সংশোধন করা হয়েছে। গোপনীয়তার স্বার্থে কিছু জায়গা কালো দাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।প্রেসিডেন্সিয়াল তথ্য সংরক্ষণের দায়িত্বে থাকা মার্কিন সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভস ফেব্রুয়ারিতে আইন মন্ত্রণালয়ের কাছে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানায়। সংস্থাটির দাবি, গত ৮ আগস্ট ট্রাম্পের রির্সোটে অভিযানে মার-এ-লাগো থেকে ১৫ বক্স নথি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় গোপন নথি। এফবিআইয়ের অভিযানে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ট্রাম্প বলেন, জাতির জন্য এটি একটি অন্ধকার অধ্যায়।