অবৈধ কাঠ চেরাই মিল সিল করে দিল বন দপ্তর

author-image
Harmeet
New Update
অবৈধ কাঠ চেরাই মিল সিল করে দিল বন দপ্তর
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ ছিল পশ্চিম মেদিনীপুর জেলায়। অবৈধভাবে কোনো গাছ কাটা যাবে না। কোনো অবৈধ কাঠের মিল চলবে না। সেই নির্দেশকে সামনে রেখেই আজ অর্থাৎ শনিবার, ডেবরায় দু'টি অবৈধ কাঠ চেরাই মিলে হানা বন দপ্তরের। বৈধ কিছু না দেখানোর জন্য সিল করা হল কাঠ চেরাই মিল। আজ বেলা ১১ টা নাগাদ পুলিশ ফোর্স নিয়ে ডেবরার মাড়তলা বাজারের দু'টি মিলে হাজির হন বন দপ্তরের আধিকারিকরা। মিলের মালিকদের কাছে বৈধ কাগজপত্র চাওয়া হয়েছিল। তা দেখাতে পারেনি মিল মালিক পক্ষ। তাই মাড়তলার ওই দু'টি মিল সিল করে দেওয়া হয়েছে। বন দপ্তরের আধিকারিক প্রদীপ কুমার গিরি এএনএম নিউজকে ফোনে জানিয়েছেন, "ওই দু'টি মিল অবৈধ হওয়ার কারণে সিল করে দেওয়া হল।"