বন্যার প্রকোপে জাতিসংঘের 'ফ্ল্যাশ আপিল' চালু করবে পাকিস্তান

author-image
Harmeet
New Update
বন্যার প্রকোপে জাতিসংঘের 'ফ্ল্যাশ আপিল' চালু করবে পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি-পাকিস্তান ৩০শে আগস্ট জেনেভা এবং ইসলামাবাদে বন্যার্তদের জন্য জাতিসংঘের 'ফ্ল্যাশ আপিল' চালু করতে চলেছে কারণ অভূতপূর্ব বৃষ্টিপাতের কারণে সারা দেশে ভয়াবহ বন্যা হয়েছে৷





বৃষ্টি ও বন্যা সংক্রান্ত ঘটনায় প্রায় ৯০০ জনের বেশি লোক নিহত এবং অন্ততপক্ষে ৩০ মিলিয়ন আশ্রয়হীন থাকার পরে শেহবাজ শরীফ সরকার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে "জাতীয় জরুরি অবস্থা" ঘোষণা করার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়।