পাকিস্তানে ভয়াবহ বন্যা, হাজার পার করল মৃত্যু সংখ্যা

author-image
Harmeet
New Update
পাকিস্তানে ভয়াবহ বন্যা, হাজার পার করল মৃত্যু সংখ্যা

নিজস্ব সংবাদদাতাঃ যত দিন যাচ্ছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে বন্যায় ভাসছে প্রতিবেশী দেশ পাকিস্তান। বন্যা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে অধিকাংশ নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যায় এখনও অবধি ১ হাজার জনেরও বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে। আগামী ৩০ অগাস্ট অবধি পাকিস্তানের একাধিক প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যায় প্রায় ৩ কোটিরও বেশি মানুষ প্রভাবিত হয়েছে, সবথেকে বেশি প্রভাবিত হয়েছে বালুচিস্তান ও সিন্ধু প্রদেশ। লক্ষাধিক মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। দ্রুত আর্থিক সাহায্য ও ত্রাণের প্রয়োজন রয়েছে। 



পাকিস্তানের আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, চলতি বছরে স্বাভাবিক তুলনায় ২৪১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ডেরা ইসমাইল খান ও টঙ্ক প্রদেশ ঘুরে দেখেন তারা। ইমরান খান জানান, বন্যার প্রভাব কমাতে দেশজুড়ে ছোট ও মাঝারি মাপের বাঁধ তৈরি করা উচিত।