নিজস্ব সংবাদদাতাঃ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নিখোঁজ। এমনই দাবি করেছিল সিবিআই। তারপর তাঁর নিরাপত্তা তুলে নেয় রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টকে এই নিখোঁজের কথা জানানো হয়। তারপর জারি করা হয় লুকআউট নোটিশ। তারপরই সংবাদমাধ্যমকে ফোনে তিনি জানিয়েছিলেন, কলকাতায় আছেন। যাদবপুরে নিজের বাড়িতে আছেন। আজ, শনিবার নিজের বাড়ির বারান্দায় হাজির হতে দেখা গেল মানিক ভট্টাচার্যকে।
আজ সকাল ৯টা নাগাদ বারান্দায় বেরিয়ে আসেন মানিক ভট্টাচার্য। বারান্দায় বেরিয়ে এসে তিনি প্রমাণ দিলেন পালিয়ে যাননি। আজ, শনিবার তিনি বলেন, ‘আমি বাড়িতেই আছি। ছবিতে দেখে নিয়েছেন, এবার নিশ্চিত হলেন তো? দয়া করে আমাদের সাধারণ জীবনযাপন করতে দিন।’