সুদীপ ব্যানার্জী, দার্জিলিং: বিনয় তামাং গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগের পর দলের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন অনিত থাপা। তিনি দলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর খুশির উচ্ছ্বাস গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীদের মধ্যে। রবিবার প্রথম দার্জিলিং-এর দলীয় কার্যালয়ে উপস্থিত হন অনিত থাপা। এদিন নতুন সভাপতি অনিত থাপাকে ফুল দিয়ে স্বাগত জানাতে প্রচুর সংখ্যক কর্মী ও সমর্থকরা উপস্থিত হয়।