নিজস্ব সংবাদদাতা : ৭৫ শতাংশ রেটিং সমেত ফের জনপ্রিয়তার শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা তৃতীয়বার জনপ্রিয় বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে রয়েছএন মোদী। মর্নিং কনসাল্ট সার্ভের রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।
মোদীর পরেই তালিকায় নাম রয়েছে মেক্সিকান প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘির। ওব্রাডোরের জনপ্রিয়তা ৬৩ শতাংশ, ড্রাঘি পেয়েছেন ৫৪ শতাংশ। তালিকায় মোট ২২ জন বিশ্বনেতা রয়েছে।৪১ শতাংশ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।৩৯ শতাংশ রেটিং নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২৮ শতাংশ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।