ডাইনি অপবাদে ঘর ছাড়া দুখুরামের বাস এখন ওভারব্রিজের নিচে

author-image
Harmeet
New Update
ডাইনি অপবাদে ঘর ছাড়া দুখুরামের বাস এখন ওভারব্রিজের নিচে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : ডেবরায় ডাইনি অপবাদে ঘরছাড়া ব্যাক্তির দিন কাটছে ওভার ব্রিজের নীচে।ডাইনি অপবাদে গ্রামের লোকজন ঘরছাড়া করেছে। ঠাঁই হয়নি আত্মীয়ের বাড়িতেও। তাই ওভার ব্রিজের নীচেই ছোট্ট সংসার তৈরি করে নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের বৃন্দাবনচক এলাকার বাসিন্দা দুখুরাম টুডু। প্রায় ১২ দিন আগে ডাইনি অপবাদ দিয়ে গ্রামের বেশ কিছু মানুষ তাকে গ্রামছাড়া করেছে। পরে প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন জানায় বাড়ি ফিরে যাও।আর কোনো সমস্যা হবে না। খুশি মনে গ্রামে ফিরতেই আবার তাড়া। আর এই তাড়া খেয়েই এখন ডেবরা ওভার ব্রিজের নীচে আশ্রয় নিয়েছে দুখুরাম।দিনের বেলায় কোনো না কোনো দোকানদারের উনুনে একটু ভাত ডাল, একটু আলু সেদ্ধ করে নিয়ে তাতেই পেট ভরিয়ে দিন যাপন চলছে।



শুক্রবার পর্যন্ত ১৪ দিন এই ভাবেই চলেছে।স্থানীয় দোকানদারও কদিন ধরে লক্ষ্য করছে দুখুরাম ওভার ব্রিজের নীচেই থাকছে।রাজ্য সরকারের ১ হাজার টাকা ভাতা আর ঘর থেকে আনা চাল। কিন্তু কদিন চলবে? ভাবলেই মনটায় বড্ড কস্ট হয়।বাড়িতে ছেলে-স্ত্রীও রয়েছে। দেখা করতে এলে তাদেরও গ্রাম ছাড়ার হুমকি দেওয়া হয়।এমতাবস্থায় আপাতত ডেবরা ওভার ব্রিজের নীচেই সংসার পেতেছে দুঃখুরাম।অপরদিকে গ্রামের মানুষজন জানান দুখুরাম মিথ্যে অভিযোগ করছে।আমরা ওর বাড়িতে সালিশ ডেকে ছিলাম।বলেছিলাম ওই পথে যাস না।কিন্তু গ্রামের সবাই ওকে ডাইনি বলেই জানতো।