নিজস্ব সংবাদদাতাঃ আজ সোনালী ফোগাটের শেষ যাত্রায় পৌঁছেছেন বহু মানুষ। হরিয়ানার হিসারে হবে তাঁর শেষকৃত্য। তাঁকে শেষ দেখা দেখতে এসেছেন বহু মানুষ। মঙ্গলবার গোয়ার আনজুনার সেন্ট সেন্ট অ্যান্টনি হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তাঁর দাদা ও দিদি রামন দাবি করেন যে খুন করা হয়েছে তাঁকে। অটোপসি করে তাঁর পরিবারের কাছে তাঁর দেহ তুলে দেওয়া হয়।