হাতির হামলায় মৃত্যু বৃদ্ধার

author-image
Harmeet
New Update
হাতির হামলায় মৃত্যু  বৃদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের ঘটিডুবা এলাকায় হাতির হামলায় লক্ষ্মী মাহাত নামে প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়। যার ফলে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নেদাবহড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মী মাহাত চাষের জমিতে কাজ করার জন্য পায়ে হেঁটে ঘটিডুবা যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে তাকে আছাড় মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর তিনি লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে গিয়ে তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। ডাক্তারবাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন।


 

গত তিন দিনে ঝাড়গ্রামে হাতির হামলায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটল এবং তিনজন আহত হয়েছেন। গত বুধবার ঝাড়গ্রাম শহরে ও শহর সংলগ্ন এলাকায় তিনজনের মৃত্যু হয় এবং আহত হয় দুইজন। বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের মাসাংডিহি এলাকায় একজন হাতির হামলায় আহত হয়। শুক্রবার সকালে হাতির হামলায় ঝাড়গ্রাম ব্লকের ঘটিডুবা এলাকায় লক্ষ্মী মাহাত নামে এক মহিলার মৃত্যু হয়। হাতির হামলায় মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে।