নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে ভারতের ভোট দেওয়া নিয়ে প্রশ্নে সরগরম ওয়াকিবহাল মহল। আর সেই সময়ই বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল ভারত জেলেনস্কির ভাষণে সম্মতি দিয়েছে বটে। কিন্তু একে মোটেই রাশিয়ার বিরুদ্ধে ভোট বলা যায় না।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ”আমি মনে করি ভারত মোটেই কারও বিরুদ্ধে ভোট দেয়নি। একটা প্রস্তাব রাখা হয়েছিল জেলেনস্কিকে বলতে দেওয়ার বিষয়ে। আমরা তাতে সম্মতি জানিয়েছি। এই নিয়ে তৃতীয় বার রাষ্ট্রসংঘে উনি বক্তব্য রাখলেন ভার্চুয়ালি। আমরা এটাকে সমর্থন জানিয়েছি। এখানে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার কোনও প্রশ্নই আসছে না।”