নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে চিনে আছড়ে পড়ল টাইফুন ইন-ফা। আর টাইফুন ইন-ফার কারণে চিনের বাণিজ্য নগরী সাংহাই ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলে সব ফ্লাইট বাতিল করা হয়েছে, পাতাল রেল চলাচল স্থগিত করা হয়েছে এবং দোকানপাট বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দেশটির পূর্ব উপকূলীয় ঝেজিয়াং প্রদেশের ঝৌশান শহরের পুতুও এলাকায় এই টাইফুন তীব্র গতিতে আছড়ে পড়ে। ইন-ফার বাতাসের বেগ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩৮ মিটার বলে জানিয়েছে হাওয়া অফিস।