নিজস্ব সংবাদদাতাঃ তিন বছর পর নয়া দিল্লিতে তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। তিব্বতকে পৃথক রাষ্ট্রের দাবি জানানোয় চিনের বিষ নজরে থাকা দলাই লামাকে ভারত সরকার যে গুরুত্ব দিচ্ছে সেটা আজও বোঝা গেল। রীতিমত ভারত সরকারের গাড়িতে চড়ে দিল্লিতে প্রশাসনিক ভবনে এলেন দলাই লামা। সীমান্তে উত্তেজনার কারণে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে, এমন সময় দলাই লামার দিল্লি সফরকে যথেষ্টে গুরুত্ব দেওয়া হচ্ছে।