হরিয়ানা পুলিশের হানা ডেবরায়

author-image
Harmeet
New Update
হরিয়ানা পুলিশের হানা ডেবরায়

দিগ্বিজয় মাহালী, ডেবরা : কিছুদিন আগে হরিয়ানা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাসুদেবপুরের বাসিন্দা অসীম দোলুই সোনা ও রূপো নিয়ে চম্পট দেয়। পরে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক ব্যাবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে হরিয়ানা থেকে পুলিশের একটি প্রতিনিধি দল ডেবরা থানায় আসে।


বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে অবশেষে অসীম দোলুইয়ের বাড়ি থেকে ৬ কেজি রূপো উদ্ধার করে হরিয়ানা পুলিশ। যদিও এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই অসীম দোলুইকে ধরতে পারেনি হরিয়ানা পুলিশ। শুক্রবার তারা ৬ কেজি রূপো নিয়ে হরিয়ানার উদ্দ্যেশ্যে রওনা দেয়।