অমাবস্যার সকালে কারাগারেই মা কালীর পুজো করলেন অনুব্রত

author-image
Harmeet
New Update
অমাবস্যার সকালে কারাগারেই মা কালীর পুজো করলেন অনুব্রত

নিজস্ব সংবাদদাতাঃ  কৌশিকী অমাবস্যা মানেই কালীভক্তদের কাছে অন্যতম পবিত্র দিন। তেমনই এক কালীভক্ত বীরভূমের  তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জড়িত সন্দেহে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে তিনি আপাতত রয়েছেন আসানসোল সংশোধনাগারে। তবে জেলে বসে এবছরও তিনি অন্যান্যবারের মতোই কালীপুজো দিলেন। শুক্রবার সকালে স্নান করে জেলের ভিতরে ছোট্ট মন্দিরেই পুজো দিলেন অনুব্রত মণ্ডল।


জেল সূত্রে খবর, এদিন কৌশিকী অমাবস্যা উপলক্ষে আসানসোল সংশোধনাগারে কালীপুজো দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি। সকালে স্নানের পর তিনি পোশাক বদল করেন। এরপর সংশোধনাগারের মন্দিরে কালীপুজো দিতে চান বলে জানান অনুব্রত। সংশোধনাগার চত্বরেই হনুমান মন্দিরের পাশে রয়েছে মা কালীর ছবিও। এদিন সেখানে গিয়েই লাল জবার মালা, নকুলদানা, ধূপ দিয়ে পুজো দিলেন।