নিজস্ব সংবাদদাতা : সাধ পূরণের জন্য মানুষ কি না করতে পারে। সেখানে এক কিশোর তাজমহল দেখবে বলে মাত্র ৪০০ টাকায় বিক্রি করলো সবসময়ের সঙ্গী সাইকেলটিকে। এরপর বাড়িতে না জানিয়েই তিন বন্ধুর সঙ্গে আগ্রায় পাড়ি দেয় সে। সাওয়ান নামে ওই কিশোর বন্ধু দীপকের পরামর্শে ভ্রমণের অর্থ জোগাতে নিজের সাইকেল বিক্রি করে। বাকি দুই কিশোর অভয় ও কিশানের সঙ্গে তাজমহল দেখার উদ্দেশ্যে রওনা হয়। আগ্রা স্টেশন থেকে তাজমহল যাবে বলে তিন কিশোর একটি অটো ভাড়া নেয়। কিন্তু স্মৃতিস্তম্ভের টিকিটের অর্থ দিতে ব্যর্থ হওয়ায় স্টেশনের বাইরে একটি হোটেলে কাজ করে ৩০০ টাকা জোগাড় করেছিল।এদিকে ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে থানায় মিসিং ডায়েরি করেন তিন কিশোরের অভিভাবকরা। এমনকি পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। কানপুরের ঘটনায় তাজ্জব সকলে।কানপুর পুলিশের কমিশনার বিপি জোগদান্ড বিক্ষোভস্থল পরিদর্শন করেন এবং অভিভাবকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওদিকে, আগ্রা থেকে বিনা টিকিটেই কানপুরের ট্রেনে ওঠে তিন কিশোর। অগ্নিগর্ভ পরিস্থিতিতে তারা বাড়ি ফিরতে না চাইলেও পুলিশ তাদের পরিবারের হাতে তুলে দেয়।