নিজস্ব সংবাদদাতাঃ দেশের বড় বড় মামলার বিচার, রায়দান হয় সুপ্রিম কোর্টে। কীভাবে কাজ হয় দেশের শীর্ষ আদালতে, তা জানার আগ্রহ রয়েছে কমবেশি সকলেরই। এবার সেই সুযোগ পাবেন সাধারণ মানুষ। শীর্ষ আদালতে মামলার বিচার ও শুনানির হবে লাইভ-স্ট্রিমিং। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চে মামলার শুনানির লাইভ স্ট্রিমিং করা হবে। ২০১৮ সালে লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টের কোনও মামলার শুনানির লাইভ স্ট্রিমিং হবে।
আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে এন ভি রামানার শেষ দিন। আগামিকাল থেকে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ইউইউ ললিত।