নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের সিনেটের কমার্স অ্যান্ড আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ও সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন তাইওয়ান পৌঁছেছেন। বৃহস্পতিবার তিনি একটি মার্কিন সামরিক বিমানে তাইপেতে অবতরণ করেন। তাইওয়ান সফর না করতে মার্কিন কর্মকর্তাদের প্রতি চীনের হুমকির উপেক্ষা করে এই মাসে তৃতীয় মার্কিন কর্মকর্তা দ্বীপটিতে আসলেন। জানা গিয়েছে , শুক্রবার অর্থাৎ আজ তিনি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করবেন।
তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে মনে করে চীন। যদিও চীনের এই দাবির তীব্র বিরোধিতা করে আসছে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আগস্টের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর দ্বীপটি ঘিরে সামরিক মহড়া আয়োজন করে চীন।