নিজস্ব প্রতিনিধি: বরানগর হাসপাতালে ভ্যাকসিনের জন্য ৩ দিন ধরে লাইন দিয়েছেন মানুষজন। তাঁদের দাবি. তারা শুক্রবার সন্ধে থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। শনিবারও তাঁরা ভ্যাকসিন পাননি বলে অভিযোগ করেছেন। কাল ভ্যাকসিন পাবেন বলে দাবি। তবে এই ঘটনায় হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি।