নিউজ ডেস্ক,ঝাড়গ্রাম- বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের ডি এম হলে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে দুটি কর্মসূচির আয়োজন করা হয়।ওই দুটি কর্মসূচি উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা,ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ ,বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো ও দেবনাথ হাঁসদা সহ আরো অনেকে।
পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার দান অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দান অ্যাপের মাধ্যমে কারো রক্তের প্রয়োজন হলে তিনি যোগাযোগ করতে পারবেন এবং দান অ্যাপ এর মাধ্যমে রক্তদান করা যাবে বলে পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান।এর ফলে যাদের রক্তের প্রয়োজন হবে সেইসব মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি জানান।এছাড়াও তিনি বৃহস্পতিবার প্রত্যার্পণ কর্মসূচিরও সূচনা করেন।ওই কর্মসূচি হিসেবে যাদের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল, যারা নির্দিষ্ট প্রমাণপত্র সহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তাদের সেই হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়া হয়।বৃহস্পতিবার ১৫০ জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি তুলে দেন পুলিশ সুপার সহ ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পুলিশের এই উদ্যোগে খুশি ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।পুলিশ সুপার বলেন প্রত্যার্পণ কর্মসূচি যেমন চলছে আগামী দিনেও তেমনি চলবে।