নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ মাংসের লোভে গো-বক হত্যার ঘটনা প্রকাশ্যে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের সরিষাখোলা এলাকায়। গো-বক হত্যার ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যবস্থা নিল বন দফতর ও পুলিশ। জানা গিয়েছে, সরিষাখোলার কলকলি এলাকায় জমির পাশে কুড়িটিরও বেশি গো-বক আগে থেকে ধরে বেঁধে রেখেছিল। সেই বকগুলো হত্যা করা হচ্ছে। তার ভিডিও ফেসবুকে আপলোড করেন মনিকাঞ্চন রায় নামে এক শিক্ষক। পাশাপাশি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছিলেন তিনি। সোচ্চার হয়েছেন সচেতন নাগরিকরা। সেই ভিডিও ভাইরাল হতেই পৌঁছে যায় বন দফতরের হাতে। বৃহস্পতিবার সকালে খবর যায় কেশপুর থানায়। কেশপুর থানার পুলিশ গিয়ে ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে। বাকিদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃত ব্যক্তির নাম সেক তাজুম্মেল, বাড়ি কেশপুরের কলকলি এলাকায়। জানা গিয়েছে, এর আগেও এরকম কান্ড ঘটিয়েছে ধৃত ব্যক্তি। কিন্তু এবার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশের হাতে পাকড়াও সেক তাজুম্মেল। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রজু করেছে বন দফতর। পুলিশ ও বন দফতরের দ্রুত পদক্ষেপ নেওয়ার ভূমিকায় খুশি সকলে।