স্কুল ঘেরাও করে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
স্কুল ঘেরাও করে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :ডেবরায় স্কুল ঘেরাও করে প্রধান শিক্ষকের শাস্তির দাবি এলাকাবাসী ও পার্শ্ব শিক্ষকদের। সামিল পড়ুয়ারাও।কদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের আলেককেন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষকের নামে বিভিন্ন এলাকায় ছাত্রীদের শ্লীলতাহানি, ধর্ষণ করার অভিযোগে পোস্টার পড়ে। আর সেই পোস্টারের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বেশ কয়েকজের নামে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগ করার পর বৃহস্পতিবার বিকেলে সেই সমস্ত ব্যাক্তি ও শিক্ষক এলাকার বেশ কিছু বাসিন্দাদের নিয়ে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায়।


তাদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীদের শ্লীলতাহানি করেছে,দুর্নীতি করেছে, এখন তা প্রকাশ্যে আসতে তাদের বিরুদ্ধে সরব হয়েছেন। কেন তাদের নামে মিথ্যা অভিযোগ করেছে, এই প্রশ্ন তুলে শাস্তির দাবি তুলেছেন । প্রয়োজনে ওনার বাড়ি ঘেরাও করবো বলে সুর চড়ান৷ অপরদিকে, স্কুলের প্রধান শিক্ষক নিখিল মন্ডল জানান, 'আমার জাত তুলে গালি গালাজ করেছে,মিথ্যা পোস্টারিং করেছে,হুমকি দিয়েছে।তাই আমি থানায় অভিযোগ জানিয়েছি। ওনাদের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। '