হরি ঘোষ, লাউদোহা : পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের বড়গড়িয়া এলাকায় ''এসার' 'নামে বেসরকারি তেলের সংস্থার ভারী যানবাহন অনবরত চলে। সে কারণেই দিনে দিনে ভেঙেছে রাস্তা। নিত্যদিন ঘটে দুর্ঘটনা। সমস্যায় স্থানীয়রা, এমনই অভিযোগ স্থানীয়দের । এলাকাবাসীরা জানান, বারবার পঞ্চায়েত প্রশাসনকে বলেও কাজ হয়নি । তাই বৃহস্পতিবার সকাল থেকেই কাঁটাবেড়িয়া থেকে মাধাইগঞ্জ যাওয়ার রাস্তা সাড়াই এর দাবিতে '' কোম্পানির পরিবহনের গাড়িগুলি দাঁড় করিয়ে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা ।
স্থানীয় বাসিন্দা বিকাশ চন্দ্র মন্ডল ও অঞ্জনা পালরা জানান, তাদের এলাকায় রয়েছে এসার কোম্পানির বেশ কতগুলি কারখানা, আর সেই কারখানার ভারী ভারী যানবাহন রাস্তার উপর চলাচল করার কারণে ভেঙেছে রাস্তা । গ্রামবাসীরা জানান, যতক্ষণ পর্যন্ত না তাদের রাস্তার সমস্যার সমাধান হচ্ছে, আন্দোলন চলবে ।অন্যদিকে প্রতাপপুর পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখার্জি জানান, কাঁটাবেড়িয়া থেকে মাধাইগঞ্জ পর্যন্ত রাস্তার ইতিমধ্যেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তহবিল থেকে করার পরিকল্পনা হয়েছে । তিনি বলেন কাঁটাবেড়িয়া থেকে মাধাইগঞ্জ রাস্তার মাঝে কিছুটা জায়গা সেনাবাহিনীর থাকায় কাজ আটকে আছে । উপপ্রধান জানান ,শীঘ্রই বিকল্প ব্যবস্থা করে রাস্তা মেরামতের কাজ শুরু হবে ।