হরি ঘোষ, দুর্গাপুর : শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুরের মাইকেল কলেজের সামনে থেকে সরকারি মহাবিদ্যালয়ের সামনে পর্যন্ত হল জাঠা। সরকারি মহাবিদ্যালয়ের সামনে মিছিল আসতেই মিছিল আটকায় আসানসোল দুর্গাপুর কলেজ কমিশনারেটের বিশাল পুলিশ। যাকে ঘিরে পুলিশের সাথে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়।
পরে ব্যারিকেডের সামনেই বসে পড়ে বাম ছাত্র সংগঠন। তুমুল প্রতিবাদ দেখায় তারা। শিক্ষায় দুর্নীতিকাণ্ডে কান্ডে আরো যারা জড়িত তাদেরকেও দ্রুত গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি তোলেন বাম ছাত্র সংগঠনের ছাত্র যুবরা।