নিজস্ব সংবাদদাতাঃ হৃদরোগ নয়, খুনই হয়েছেন বিজেপি নেত্রী সোনালী ফোগাট। তাঁকে খুনের অভিযোগে, এদিন ২ জনকে গ্রেফতার করল গোয়া পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার, ২২ অগাস্ট রাতে বিজেপি নেত্রী এবং বিখ্যাত টিকটকার সোনালী ফোগাটের মৃত্যু হয়। পরের দিন দিদি রামন বলেছিলেন, সোনালী একদম সুস্থ ছিলেন, তাঁর হৃদরোগ হতেই পারে না। তিনি এই ঘটনার সিবিআই তদন্ত চেয়েছিলেন। আজ তাঁর দাদাও বলেছেন খুন হয়েছেন সোনালী। এই ঘটনার পর কোনও বিজেপি নেতাই তাঁদের সঙ্গে দেখা করতে আসেননি। এছাড়া পোস্টমর্টেমেরও দাবি জানিয়েছেন সোনালীর দাদা। এরপরেই খুনের অভিযোগে দু'জনকে গ্রেফতার করল গোয়া পুলিশ।