মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত গ্রেফতার

author-image
Harmeet
New Update
মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতাঃ মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যানকে ইয়াঙ্গুন থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তার স্বামী হতেইন লিনসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। খবরে বলা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয় এবং ইনসেইন কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের সময় বোম্যান মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস (এমসিআরবি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মিয়ানমারে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। সাবকে ইউরোপীয় কমিশনার ক্রিস প্যাটেনের অধীনে ব্রাসেলসে এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল ও ইকোনমিক বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


রোহিঙ্গা সংকটের পঞ্চম বার্ষিকীতে যুক্তরাজ্য একটি বিবৃতিতে প্রকাশ এবং সামরিক যোগসূত্র থাকা কোম্পানির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পর বোম্যানকে ইয়াঙ্গুনে গ্রেফতার করা হলো। এই বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মিয়ানমারে ব্রিটিশ নারীর গ্রেফতারে আমরা উদ্বিগ্ন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং দূতাবাসীয় সহযোগিতা প্রদান করছি।