জুনোটিক ডিজিজ রুখতে বিশেষ প্যানেল গঠন

author-image
Harmeet
New Update
জুনোটিক ডিজিজ রুখতে বিশেষ প্যানেল গঠন



জেনেভা, প্যারিস, রোমঃ মানুষ ছাড়া অন্যান্য যে কোন প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাংগাস বাসা বাধলে তাকে জুনোটিক ডিজিজ বলা হয়। আর এই ডিজিজ রুখতে একটি আন্তর্জাতিক প্যানেল গঠন করা হবে বলে খবর। জানা গিয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলি একত্রিত হয়ে একটি বিশেষ প্যানেল গঠন করা হবে। যাতে এই ডিজিজ মহামারীর রূপ ধারণ করা থেকে কীভাবে রোখা যাবে সেই নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে এই রোগ যাতে বিপুল আকারে না ছড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে সক্ষম হবে এই প্যানেল। জানা গিয়েছে এই প্যানেলটি মূলত চারটি আন্তর্জাতিক সংস্থাকে পরামর্শ দেবে। আর সেগুলি হল FAO, WHO, UNEP, OIE ।