আবে হত্যাকাণ্ড: পদত্যাগ করছেন জাপানের পুলিশ প্রধান

author-image
Harmeet
New Update
আবে হত্যাকাণ্ড: পদত্যাগ করছেন জাপানের পুলিশ প্রধান

নিজস্ব সংবাদদাতাঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হত্যাকাণ্ডে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির পুলিশ প্রধান ইতারু নাকামুরা। নিরাপত্তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন তিনি। গত ৮ আগস্ট এক বন্দুকধারীর গুলিতে নিহত হন শিনজো আবে। এই ঘটনার দায় নিজেই নিতে চান পুলিশ প্রধান নাকামুরা। তদন্তে দেখা গেছে, হামলার দিন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঘাটতি ছিল। ফলে ৪১ বছর বয়সী হামলাকারী সহজেই আবের কাছাকাছি পৌঁছে গুলি চালাতে সক্ষম হয়। ৬৭ বছর বয়সী আবের দেহে দুটি গুলি বিদ্ধ হয়। তার হৃদপিণ্ড গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান চিকিৎসকরা। 

                    

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রধান বৃহস্পতিবার বলেন, শিনজো আবে হত্যার দায় নিতেই পদত্যাগ করবেন। এটি হবে সংস্থার জন্য ‘নতুন সূচনা’। নিরাপত্তা দায়িত্ব নতুন করে শুরু করা প্রয়োজন।