নিজস্ব সংবাদদাতা : ডাক্তাররা বলেছিলেন কৃমির কারণে মৃত্যু হয়েছে ছোট্ট ক্যামিলা রোকসানা মার্টিনেজ মেন্ডোজার। আর সেই ছোট্ট তিন বছরের মেয়েটিই কিনা জেগে উঠলো তার অন্ত্যেষ্টিক্রিয়ায়! অবাক করা ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। গত ১৭ আগস্ট বছর তিনেকের ক্যামিলাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। তারপর তাকে কফিনেও বন্দি করা হয়ে গিয়েছিল। এমন সময় পরিবারের কোনো এক সদস্য দেখেন যে চোখর পাতা নড়ে উঠসো ছোট্ট মেয়েটির। এরপর কফিনটি খোলার পরে, নাড়ি পরীক্ষা করলে প্রমাণিত হয় যে সে জীবিত। শেষকৃত্যে উঠে বসে ক্যামিল।
ক্যামিলার মা, মেরি জেন মেন্ডোজা বলেছেন, তিন বছর বয়সী শিশুটিকে পরিবারের নিজ শহর ভিলা দে রামোসের একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সে তীব্র পেটে ব্যথা এবং জ্বর - বমিতে ভুগছিল।ক্যামিলার বাবা-মাকে শিশু বিশেষজ্ঞ তাদের মেয়েকে একটি কমিউনিটি হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন। সেখানেই তাকে ডিহাইড্রেশনের জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়। প্যারাসিটামলও দেওয়া হয়েছিল।পরে, তাকে আবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।