নিজস্ব সংবাদদাতাঃ চীনের সঙ্গে মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছে তাইওয়ান। প্রস্তাবিত বাজেটে স্ব-শাসিত দ্বীপের বাৎসরিক সামরিক ব্যয় ১৩.৯ শতাংশ বৃদ্ধি করা হবে। ১৩.৯ শতাংশ ব্যয় বৃদ্ধির মধ্যে থাকছে নতুন অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয় করা। আগামী বছরের জন্য এই প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটের আকার দাঁড়াবে ১৯.৪১ মার্কিন ডলারে।
বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেন, কোনও চাপ অথবা হুমকির কারণে স্ব-শাসিত দ্বীপটি তার সার্বভৌমত্ব রক্ষার সংকল্প থেকে সরবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে তাইওয়ান কিছু উসকে দেবে না এমনকি সংঘাতেও জড়াবে না।