নিজস্ব সংবাদদাতাঃ এবার কিনা মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম 'দখল'-এর অভিযোগ উঠল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট বিধাননগর পূর্ব থানাকে নির্দেশ দিয়েছে, ওই তালা ভেঙে ইউনিয়ন রুম ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ একই সংগঠনের দুই গোষ্ঠেীর বিবাদ নিয়ে ইউনিয়ন ঘরের তালা খুলল হাইকোর্টের মধ্যস্থতায়।
নিবেদিতা ভবনের পাঁচতলায় রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের এমপ্লয়িজ ইউনিয়নের অফিসে ২০২২ এক গোষ্ঠী গিয়ে ওই ইউনিয়ন রুমে তালা মেরে দেয়। অভিযোগ, নব্য তৃণমূলের লোকজন ইউনিয়নের দখল নিতে না পেরে তালা ঝুলিয়ে দেয়। এই নিয়েই ঝগড়া ওঠে চরমে।