নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের কনিষ্ঠতম পাইলট হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করে গিনেস বুকে নাম তুলে ফেলল বছর ১৭-র ব্রিটিশ বেলজিয়ান কিশোর। নাম ম্যাক রাদারফোর্ড। সে একাই বিমান চালিয়ে পৃথিবীর চারদিক প্রদক্ষিণ করেছে। বিশ্বঘুরে অবতরণ করতে না করতেই তাঁর হাতে দুটি শংসাপত্র তুলে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ হিসেবে ম্যাক রাদারফোর্ড মাইক্রোলাইট প্লেনে সারা পৃথিবী প্রদক্ষিণ করেছে। জানা গেছে, রাদারফোর্ড সোফিয়া থেকে গত ২৩ মার্চ তার যাত্রা শুরু করে। প্রায় ২৫০ ঘন্টা আকাশে ওড়ে এবং ৫২টি দেশ ঘুরে আসার পর সে আবার বুলগেরিয়াতে ফিরে আসে। এই পুরো যাত্রায় তাকে স্পনসর করেছে এক বুলগেরিয়ান কোম্পানি আই সি ডি সফট। তার এই পাঁচ মাসের যাত্রাটি ছিল অতুলনীয়। ফিরে এসে রাদারফোর্ড জানিয়েছে, "আমি খুব খুশি, এই যাত্রাটি খুবই রোমাঞ্চকর ছিল।"
নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১১ বছর বয়স থেকেই পাইলট হওয়ার শখ। যেহেতু তাঁর বাবাও একজন পেশায় পাইলট। বাবার সঙ্গে অনেক জায়গায় উড়েছে। এই শখ একদিন বাস্তবে পরিণত করতে তৎপর রাদারফোর্ড শুরু করেন পড়াশোনা ও প্রশিক্ষণ। এরপর ১৫ বছর বয়সে পাইলট হিসেবে ছাড়পত্র পেয়ে যান। সেই সময়ই তিনি পৃথিবীর সর্বকনিষ্ঠ পাইলট। শুধু বিশ্ব প্রদক্ষিণ নয়, দুটি ট্রান্স আটলান্টিক ক্রসিং - ও পেরিয়েছেন এই তরুণ।