নিজস্ব সংবাদদাতাঃ একাধিক দলীয় বিধায়ক বিজেপিতে যাচ্ছেন? আশঙ্কা করছে আপ। এরই মাঝে এই নিয়ে মুখ খুললেন আপ বিধায়ক আতিশি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'বিজেপি কয়েক দিন ধরে দিল্লি সরকারকে উৎখাত করার চেষ্টা করছে। আমাদের বিধায়কদের অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছিল। এই ধরনের প্রচেষ্টা এই প্রথম নয়। বিজেপি এর আগেও অপারেশন লোটাসের চেষ্টা করেছে। তারা সব সময় ব্যর্থ হয়েছে, তারা সব সময় ব্যর্থ হবে।'
আপ নেতা দিলীপ পান্ডে বলেছিলেন যে বিজেপি "৪০ জন বিধায়ককে ভাঙার প্রস্তুতি নিচ্ছে" তবে সমস্ত বিধায়ক এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আস্থা প্রকাশ করেছেন।