নিজস্ব সংবাদদাতাঃ SIT-এর নজরে পড়লেন আরও এক রাজনৈতিক নেতা। জানা গিয়েছে, কোটকাপুরা মামলায় শিরোমণি অকালি দলের সভাপতি ও পাঞ্জাবের প্রাক্তন ডেপুটি সিএম সুখবীর সিং বাদলকে ৩০ শে আগস্ট তলব করেছে বিশেষ তদন্তকারী দল। ২০১৫ সালে গুলি চালানোর ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুখবীর বাদল উপ-মুখ্যমন্ত্রী ছিলেন যখন তিনি কোটকাপুরায় পবিত্রতার বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর গুলি চালিয়েছিলেন। সঙ্গে ছিল স্বরাষ্ট্র দফতরও। এই গুলি চালিয়েছে পুলিশ। তাহলে পুলিশকে কে নির্দেশ দিল? সেই নিয়ে তদন্ত শুরু করেছে সিট।