বন্দি পাক জঙ্গীকে রক্তদান ভারতীয় সেনা জওয়ানদের

author-image
Harmeet
New Update
বন্দি পাক জঙ্গীকে রক্তদান ভারতীয় সেনা জওয়ানদের

নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ধরা পড়া এক পাকিস্তানি জঙ্গিকে তিন বোতল রক্ত সহ প্রাথমিক চিকিৎসা দিল ভারতীয় সেনারা। গত ২১ আগস্ট নওশেরা সেক্টর থেকে গ্রেফতার করা হয় তবারক হুসেন নামে ওই পাক জঙ্গিকে। তার সহচরীরা তাকে ফেলে চলে যায়। ব্রিগেডিয়ার রাজীব নায়ার নিশ্চিত করেছেন যে ধৃত জঙ্গিকে রাজৌরির সামরিক হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তাকে চিকিৎসা দেওয়া থেকে রক্ত ​​দেওয়া হয় এবং ভারতীয় সেনা জওয়ানরা নিজের হাতে তাকে খাইয়েও দেয়। রাজৌরির সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার রাজীব নায়ার বলেন, "সে আমাদের সৈন্যদের রক্তাক্ত করতে এসেছিল কিন্তু তারা তার জীবন বাঁচিয়েছে, তাকে তাদের রক্ত ​​দিয়েছে এবং তাকে খাইয়েও দিয়েছে।"



তবারক পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কোটির সবজকোট গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় পাক জঙ্গি স্বীকার করে যে সে এবং তার সহযোগীরা মিলে ভারতীয় সেনা পোস্টে আক্রমণ করার পরিকল্পনা করেছিল। তাদের কর্নেল ইউনুস চৌধুরী নামে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন কর্নেল পাঠিয়েছিল যিনি তাকে ৩০,০০০ টাকা দিয়েছিলেন। সহযোগীরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বলে জানান ওই জঙ্গি। পরে ভারতীয় সেনা জওয়ানরা তাকে বন্দি করে।