দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : টানা বৃষ্টিতে সবংয়ে জলের তোড়ে ভাঙলো বাঁশের সাঁকো। এর জেরে পারাপার বন্ধ দুই পারের মানুষজনের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বনাইয়ের।
শুকনো খালে বৃষ্টি হতেই জলের তোড়ে ভাঙলো সাঁকো। সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। পাশাপাশি সবং এবং পিংলা ব্লক জুড়ে বেশিরভাগ অঞ্চলে চাষের জমি জলমগ্ন। বাড়িতেও জল ঢুকেছে। সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ডঃ মানস রঞ্জন ভুঁইয়া জানান, 'আমরা ব্লকের বিডিওদের বলেছি এলাকায় ত্রিপল ও শুকনো খাবার দিতে।'