নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সদ্য বিদিশা, মোরেনা, ভিন্দ এবং শেওপুর বন্যা কবলিত জেলাগুলির একটি বিমান সমীক্ষা পরিচালনা করেন মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করবেন বলে কোমর জল পেরোতে হয় তাকে। তাপরপর নৌকো করে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে পৌঁছোন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, 'অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জল কমে যাওয়ার সাথে সাথে, ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রাম ও শহরে স্যানিটেশন, পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। ত্রাণ ও পুনর্বাসনের কাজও অবিলম্বে শুরু করা উচিত। বন্যা এবং অতিরিক্ত বৃষ্টির কারণে ঘরবাড়ি, গৃহস্থালির জিনিসপত্র, ফসল ও গবাদি পশুর ক্ষতির মূল্যায়ন নিশ্চিত করতে হবে।ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।' এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার কথা হয়েছে বলে জানিয়েছেন।