নিজস্ব সংবাদদাতা: গ্রহ জন্মছকে ঠিকঠাক অবস্থায় থেকেও আপনার সন্তানের লেখাপড়ায় মন বসছে না। সে ক্ষেত্রে এক বার নজর দেওয়া প্রয়োজন পড়ার ঘরের দিকে। দেখতে হবে, লেখাপড়ার স্থানটি ঠিক আছে কি না। জরুরি কয়েকটি টোটকা যদি ঠিক ভাবে মেনে চলা যায়, তা হলে দ্রুত সন্তানের লেখাপড়ায় উন্নতি হবে।
পড়তে বসার আগে সরস্বতীদেবীর মন্ত্র জপ করা উচিত।
কোনও সময়ে পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে অধ্যয়ন করা উচিত নয়। অধ্যয়নকক্ষে যতটা বেশি সম্ভব, আলো আসার ব্যবস্থা রাখা উচিত।
সব সময়ে পড়তে বসার আগে হাত, পা, মুখ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়।
পড়ার টেবিলের উপর গণেশের মূর্তি রাখলে পড়ায় মন বসাতে সুবিধা হয়। মূর্তি রাখার জায়গা না থাকলে ছবি রাখা যেতে পারে।