নিজস্ব সংবাদদাতাঃ ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে পরপর ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। প্রথম ভূমিকম্পটি হয় বুধবার রাত ১১:০৪ টায়। জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ ম্যাগনিটিউড।
ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে ৫ কিলোমিটার নিম্নে। এরপর রাট ১১:৫২ তে ফের ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৬০ কিলোমিটার পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২ ম্যাগনিটিউড। এইবারও ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে ৫ কিলোমিটার নিম্নে।