নিজস্ব সংবাদদাতাঃ বিপদ বা আতঙ্কিত হলে ব্রেনের মধ্যে সংকেত বার্তা চলে যায়, আতঙ্ক বা উদ্বেগের মধ্যে থাকলে দ্রুত অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে ইপিনেফ্রিন নির্গত হতে থাকে, যা অ্যাড্রিনালিন বলা হয়। ফলস্বরূপ হার্টরেট বৃদ্ধি হওয়া, শরীরের সব শক্তি দ্রুত ক্ষয় হতে থাকে। অ্যাড্রিনালিন নির্গত হওয়ার কারণে স্কিন ও মুখের ত্বকের উপর তার প্রভাব পড়ে। নিস্তেজ ও রুক্ষ ত্বকের জন্য এই কারণ অন্যতম।