নালা উপচে বৃষ্টির জল ঢুকলো কাউন্সিলরের বাড়িতে, ডুবলো মেদিনীপুর শহরের অলিগলি

author-image
Harmeet
New Update
নালা উপচে বৃষ্টির জল ঢুকলো কাউন্সিলরের বাড়িতে, ডুবলো মেদিনীপুর শহরের অলিগলি

দিগ্বিজয় মাহালী: ব্যাপক বৃষ্টিতে জল থৈ থৈ মেদিনীপুর শহরের অলিগলি। নালা উপচে জল গিয়ে ঢুকলো পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়ের বাড়িতে। বালতিতে করে বাড়ির লোক বের করলেন সেই জল। বুধবার দুপুরে এক ঘন্টার প্রবল বৃষ্টিতে সমস্যায় পড়েন মেদিনীপুর শহরবাসী। বিভিন্ন ওয়ার্ডের বাড়িগুলিতে ঢুকে পড়ে জল। ডুবে গিয়েছিল রাস্তা, তার ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। সম্প্রতি পৌরসভা নালা সংস্কার করেছিল সমস্ত ওয়ার্ডে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। অনেকেই বলছেন নালা সংস্কার না হলে এই বৃষ্টিতে দুর্ভোগ বাড়ত। ধর্মা, বক্সীবাজার সহ বিভিন্ন এলাকায় নালা উপচে জল গিয়ে ঢুকেছে গৃহস্থের বাড়িতে। ভোগান্তির শিকার শহরের বাসিন্দারা। এদিন নিজের বাড়িতে জল ঢোকার ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়ের স্বামী চন্ডী হাজরা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ। বিজেপির এক নেতার বক্তব্য, কাউন্সিলরের নিজের বাড়িতে জল ঢুকে যাওয়াতেই বোঝা যাচ্ছে নালাগুলো ভালো ভাবে সংস্কার করা প্রয়োজন। তবে বিজেপির বক্তব্যকে পাত্তা দিতে চাননি কাউন্সিলর মৌ রায়। তিনি বলেন, "বিজেপি নেতারা ভোট ছাড়া বাড়ি থেকেই বেরোয় না। সম্প্রতি সমস্ত নালা সংস্কার হয়েছে। আজ দুপুরে একনাগাড়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এই বছরের রেকর্ড।" এদিন বিকেলে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মৌ রায়। কথা বলেন জল দুর্ভোগের শিকার হওয়া মানুষজনের সঙ্গে। পাশাপাশি চন্ডী হাজরার পোস্ট শেয়ার করে তার মেয়ে সুকৃতি হাজরা লিখেছেন, "ভাবছি এবার পুজোতে একটা নৌকা কিনবো, দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াবো।"